ভারতীয় হকি দলে করোনার করাল থাবা

ভারতীয় হকি দলে করোনার থাবা বসল। দলের অধিনায়ক মনপ্রীত সিং করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁর সঙ্গে সুরিন্দর কুমার, জশকরন সিং, বরুন কুমার এবং গোলরক্ষক কৃষ্ণ বি পাঠকেরও সংক্রমন ধরা পড়েছে। প্রত্যেকেই বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় হকি শিবিরের জাতীয় ক্রীড়া শ্রেষ্ঠত্ব কেন্দ্রে রয়েছেন।

ক্যাম্পের সমস্ত অ্যাথেলিটদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামুলক করা হয়েছিল। ব্যাঙ্গালোরে পাঁচজন খেলোয়াড় একই সঙ্গে গিয়েছিলেন। এটাই আশঙ্কা করা হচ্ছে, বাড়ি থেকে আসার সময়ে তারা কোনভাবে সংক্রমিত হয়ে গিয়েছিলেন। শুরুতে পরীক্ষা করার পর প্রত্যেকের ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ধীরে ধীরে মনপ্রীত এবং সুরিন্দরের উপসর্গ ধরা পড়লে তাদের আরও একবার পরীক্ষা করানো হয়। জানা যায় পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ভারতীয় অধিনায়ক মনপ্রীত জানিয়েছেন, তিনি ক্যাম্পাসে নিভৃতবাসে রয়েছেন এবং ক্রীড়া কর্তৃপক্ষ খুব দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছে, যা অত্যন্তঃ আনন্দের বিষয়। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তিনি, এই বার্তাই দিয়েছেন। খেলোয়াড়দের জন্য পরীক্ষণ হওয়াটা খুবই প্রাসঙ্গিক।