ভারতীয় সেনার জন্য জিপসি পাঠিয়েছে মারুতি

ভারতীয় সেনা তাদের কাজের জন্য অন্যান্য গাড়ির মধ্যে জিপসিকে বেশ নির্ভর করে। তাই মারুতি জুন মাসে ভারতীয় সেনার জন্য ৭০০ বেশি জিপসি পাঠায়।

ভারতীয় সেনার কাছ থেকে অনুরোধ আশায় ওই জিপসি গাড়ি গুলি ডেলিভারি করা হয়েছে। এই জিপসির থাকে ১.৩ লিটার পেট্রোল মোটর। আর আগেই প্রমাণ হয়েছে এই গাড়ি সক্ষম ভারতীয় সেনাকে বহু বছর ধরে পরিষেবা দিতে বিশেষত পাহাড়ি অঞ্চল গুলিতে।

নতুন এই জিপসি গুলির 4WD ড্রাইভ সক্ষম সব রকম প্রয়োজনে চলতে পারে। তবে মারুতির মুখপাত্র এই বিষয়ে কোন মন্তব্য করেননি। জিপসি যে সাহায্য করে থাকে সেটা হল এ গাড়ি ঘুরে বেড়ালেও খুব সামান্যই রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। বিশেষত দেশের সুদূর প্রান্তে যেখানে ভারতীয় সেনা টহলদারি চলা একান্ত প্রয়োজন সেখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।