সবে মাত্র সামলে উঠেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এরই মাঝে আবার দেখা যাচ্ছে নতুন আতঙ্ক। দেখা যাচ্ছে বিনা উপসর্গে করোনা আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। পুরসভার তথ্য অনুসারে, ২৬০ জন আক্রান্তের মধ্যে ২০১ জনই উপসর্গহীন রোগী। এদের মধ্যে আবার ১৬৩ জন টিকার দুটি ডোজ পেয়েছে, ১৯ জন পেয়েছে একটি ডোজ এবং ৩৭ জন কোনও ডোজ নেয়নি। উৎসবের আগে যে পরিসংখ্যান ছিল তার থেকে এখন সাময়িক চিত্র বদলাতে শুরু করেছে, যা অনুমান করা হয়েছিল। কারণ পুজোর মধ্যে অধিকাংশ মানুষ কোভিড নিয়ম মানেননি, মাস্ক ছাড়াই বেরিয়েছেন। সামাজিক দূরত্বও কোথাও মেনে চলা হয়নি। এই প্রেক্ষিতেই আগেই সতর্ক করেছিল চিকিৎসক এবং বিজ্ঞানী মহল। পুজোর পর করোনা তৃতীয় ঢেউ আসারও আশঙ্কা রয়েছে। এর মাঝে এইভাবে উপসর্গহীন করোনা রোগী বাড়ায় আরও উদ্বেগ বাড়ছে। কারণ রোগী চিহ্নিত করতে সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে বাড়তে পারে সংক্রমণ।
উল্লেখ্য, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৬৪৬ জন। অন্যদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৫৭ হাজার ০৯০ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ০২১ জন। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।