ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত কোয়েলের বাড়িতে গেলেন মন্ত্রী অরূপ ও গৌতম

গত বুধবার রাতে ধুপগুড়ির জলঢাকা ব্রিজে ভয়াবহ দুর্ঘটনায় নিহত চোদ্দজনের মধ্যে শিলিগুড়ির দুর্গাদাস কলোনীর নবম শ্রেণীর কোয়েল বর্মনের বাড়ি গেলেন রাজ্যের পূর্ত এবং ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, এ রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

জানা গেছে , রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কোয়েলের পরিবারের হাতে আড়াই লক্ষ টাকা তুলে দেন রাজ্যের পূর্ত এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও পর্যটন মন্ত্রী গৌতম দেব।উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃনমূলের সভাপতি রঞ্জন সরকার সহ একাধিক নেতৃত্বরা।মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমারা তাদের পাশে এসে দাঁড়িয়েছি।ঘন কুয়াশার জন্য এই দূর্ঘটনা তবে যারা গাড়ী চালান তাদের অত্যন্ত শর্তকতা অবলম্বন করতে হবে তবেই মুখ্যমন্ত্রীর সেভ লাইফ সেভ ড্রাইভ সাফল্য পাবে।