ঘোষণা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

আগামী ২০২১ – এর ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ২ জুলাই থেকে একাদশ শ্রেণির পরীক্ষা রাজ্যে শুরু হতে চলেছে৷ বৃহস্পতিবার এই সূচি ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদ৷ সরকারের সায় আছে প্রস্তাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৩০ জুন পর্যন্ত চলবে পরীক্ষা। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে পরীক্ষা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।