বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের কনকনে আমেজের অপেক্ষায় রয়েছে শহরবাসী। আরও খানিকটা কমল শহরের তাপমাত্রা। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতায় শীতের আমেজ। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির আশেপাশে৷
হাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে। ঘূর্ণাবর্তের ফলে উত্তরের হিমেল হাওয়ার পথে যে বাধা তৈরি হয়েছিল তা কাটতেই বাংলায় ঢুকতে শুরু করেছে হিমেল হাওয়া। ফলে ধীরে হলেও শুরু হবে শীতের লম্বা ইনিংস৷ আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহান্তেই কলকাতা-সহ বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।
শুক্রবার বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। বাঁকুড়া, পুরুলিয়া,বর্ধমান, পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলাগুলিতে প্রায় জাঁকিয়ে বসেছে শীত পড়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ বাকি জেলাগুলিতেও সকাল থেকেই আগুন জ্বালিয়ে উষ্ণতার পরশ নিতে শুরু করেছেন সাধারণ মানুষ।