আজ থেকে খুলছে ইসকন মন্দির

দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ইসকন মন্দির খুলছে আজ । করোনা এবং লকডাউন পরিস্থিতিতে দীর্ঘ পাঁচমাস মন্দির বন্ধ থাকার পর আজ সোমবার দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দির । এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ । তবে মন্দিরে প্রবেশ করতে গেলে পুণ্যার্থীদের মানতে হবে রাজ্য ও কেন্দ্রের কোভিড নির্দেশিকা । মন্দিরে নিৰ্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী মাস্ক , স্যানিটাইজেশন করে মন্দিরে প্রবেশ করতে পারবে বলে জানা গিয়েছে ।

একটা নির্দিষ্ট ব্যারিকেডের রাস্তা দিয়ে যেতে হবে তার বাইরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করার কোন অনুমতি থাকছে না । প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত দর্শন করার অনুমতি দেওয়া হবে । একসাথে 10 থেকে 15 জন প্রবেশ করার অনুমতি দেওয়া দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসতে হবে । করোনায় দীর্ঘদিন ইসকন মন্দির বন্ধ থাকার জন্য রথযাত্রা, জন্মাষ্টমী উৎসবে পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারেনি । এবার স্বাস্থ্যবিধি মেনে পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়ায় খুশি ভক্তকুল ।